
স্পোর্টস ডেস্ক :এএফসি কাপে ফের হার মোহনবাগান সুপার জায়ান্টের। নিয়মরক্ষার ম্যাচে মাজিয়ার বিরুদ্ধে ০-১ গোলে পরাজিত হল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচ হলেও পিছিয়ে ছিল না মোহনবাগান। মাজিয়ার ঘরের মাঠে কার্যত হেভিওয়েট প্রতিপক্ষ হিসেবেই শুরু করেছিল গত বারের আইএসএল জয়ী দল। কিন্তু মাজিয়ার ফুটবলারদের নিজেদের ছাপিয়ে যাওয়ার মরিয়া প্রচেষ্টা এবং হাসান রাইফ আহমেদের বিশ্বমানের গোল মোহনবাগানকে ম্যাচ থেকে খালি হাতে ফেরায়।মাজিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ ভারতীয় ফুটবলারদের সুযোগ দিয়েছেন জুয়ান ফেরান্দো। যেহেতু এই ম্যাচের কোনও গুরুত্ব ছিল না, তাই নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় স্কোয়াডকে আরও বেশি গেম টাইম দেওয়ার দিকেই নজর দেন স্প্যানিশ কোচ। সোমবার মলদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে প্রথমার্ধে পুরোটাই নিয়ন্ত্রণ করে রেখেছিল হোম টিম মাজিয়া। মোহনবাগান কোনও প্রকার আক্রমণই ঠিক মতো তৈরি করতে পারেনি এই অর্ধে। তবে, দ্বিতীয়ার্ধে একাধিক ক্ষেত্রে আক্রমণে উঠে সুযোগ তৈরি করে বাগান। মূলত প্রথম পনেরো মিনিট পাল্টা লড়াই দেয় ভারতীয় ক্লাব। কিন্তু সেই ধারাবাহিকতা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারেনি। ৬০ মিনিটের পর বিক্ষিপ্ত ভাবে আরও কিছু আক্রমণের মুভ তৈরি করলেও মাজিয়ে ততক্ষণে নিজেদের মাঝমাঠ এবং ডিফেন্সকে সংগঠিত করে নিয়েছে। এই ম্যাচে দারুণ গোলরক্ষা করেছে অর্শ আনোয়ার। গোল হজম করলেও গোটা ম্যাচে ৯টি সেভ দেন তিনি। অর্শ এই ম্যাচে নিজের ছন্দে না থাকলেও অনেক বেশি গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত মোহনবাগানকে।