
স্পোর্টস ডেস্ক : কলকাতা পুলিশের কাছেও আটকে গেলো মোহনবাগান । এদিন কল্যাণী স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করলো টিম বাগান। একইসঙ্গে দুটো পেনাল্টিও মিস করে মোহনবাগান।এদিন ম্যাচের শুরুতেই ৯ মিনিটেই গোল করতে পারত মোহনবাগান । বক্সের মধ্যে থেকে গিয়েও গোল মিস করেন এঙ্গসন সি। ১৮ মিনিটে সুহেল ভাটের জোরালো শটেও গোল হয়নি পুলিশ গোলকিপার দক্ষতার সঙ্গে সেভ করেন।
৩২ মিনিটের মাথায় একটি ঘটনায় উত্তেজনা মোহনবাগানের টংসিনের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের সাহিল শেখের। টংসিনকে লাল কার্ড আর সাহিলকে হলুদ কার্ড দেখান হয়। ১০ জন হয়ে গিয়ে চাপে পড়লেও মোহনবাগান গোল পায় কিছুক্ষণ পরেই। ৪০ মিনিটে ফারদিন আলি মোল্লার কর্নার থেকে বাড়ানো বলে গোল করেন সুহেল ভাট । আর গোল করেই লাফিয়ে উঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত সেলিব্রেশন করেন।
এরপর ৪৪ মিনিটে সুহেলকে বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় মোহনবাগান।
তবে ফারদিনের শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন পুলিশ গোলকিপার মহীদুল। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।দ্বিতীয়ার্ধের শুরুতে আবার বক্সের মধ্যে লেওয়ান কাস্তানাকে ফাউল করা হয়। ফারদিনের বদলে এ বার পেনাল্টি নিয়েছিলেন অধিনায়ক অভিষেক সূর্যবংশী। তিনিও পেনাল্টি মিস করেন।বারের উপর দিয়ে শট উড়িয়ে দেন।এরপর ৫৫ মিনিটে ম্যাচে রবি দাসের গোলে সমতা ফেরায় পুলিশ। গোল খেয়ে দিশেহারা মোহনবাগান কোচ আক্রমণের লক্ষ্যে টাইসন সিং আর সালাহউদ্দিনকে নামান তবে লাভের লাভ হয়নি।একের পর এক গোল মিস করে মোহনবাগান। আর খেলার শেষ মুহূর্তে পুলিশের তৌহিদ এবং মোহনবাগানের অভিষেক লালকার্ড দেখেন। ম্যাচ ১-১ ব্যবধানে ড্র।