
সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কার বাংলাঃ মণিপুরের কুকি জনগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ি চূড়াচাঁদপুর জেলা, মেইতেই জনগোষ্ঠী প্রভাবিত ইম্ফল উপত্যকার কয়েকটি ত্রাণ শিবির গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। বৃহস্পতিবার মণিপুরের পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
অশান্তিতে মণিপুরে এখনও পর্যন্ত প্রায় দু’শো মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করলেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। কুকি জনগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ি চূড়াচাঁদপুর জেলা এবং মেইতেই জনগোষ্ঠী প্রভাবিত ইম্ফল উপত্যকার কয়েকটি ত্রাণ শিবিরে যান প্রতিনিধি দলের সদস্যরা। তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন কাকলি ঘোষদস্তিদার এবং রাজ্যসভার বিদায়ী তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশাপাশি রাজ্যপালের সঙ্গে দেখা করেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বিকেলে তাদের কলকাতায় ফিরে আসার কথা। এদিন তারা তাদের মণিপুরের অভিজ্ঞতা জানাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রতিনিধি দলের অন্যতম দোলা সেন, ওঙ্কার কে জানান, ত্রাণশিবির গুলিতে শিশুরা কষ্টে আছে। কেন্দ্র ও মণিপুরের বিজেপি সরকারের সমালোচনা করে দোলা সেন বলেন, সুশাসন দিতে বিজেপি ১০০ শতাংশ ব্যর্থ। দোলা সেন আরও বলেন, রাজ্যপাল তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছেন। সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।