
অঞ্জন চট্টোপাধ্যায়, কলকাতা : ছন্দপতন মোহনবাগানের। কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিকের পর কালীঘাট এমএসের বিরুদ্ধে ১-১ ব্যবধানে ড্র করলো সবুজ মেরুন ব্রিগেড।এদিন ম্যাচের শুরু থেকেই মোহনবাগানের উপর চাপ সৃষ্টি করে কালীঘাট। একের পর এক আক্রমণে বাগান ডিফেন্সকে চিন্তায় ফেলে দেয়। ম্যাচের ২৯ মিনিটে গোল ছেড়ে বেড়িয়ে এলেন গোলরক্ষক। গোলের মুহূর্ত তৈরি হলেও তা হয়নি। কিন্তু হাতে বল লাগায় পেনাল্টি হয়। কালীঘাটের করণ চাঁদ মুর্মু পেনাল্টি থেকে গোল করে যান। গোল হজম করে বেশ চাপে পড়ে যায় টিম বাগান।যদিও গোল আসেনি। এরপর মাঠে খেলা দেখতে আসেন মোহনবাগান সভাপতি টুটু বসু। তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। প্রথমার্ধ শেষের একদম শেষ সময়ে সফ্ট পেনাল্টি পায় মোহনবাগান। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেন করেননি সুহেল শেঠ। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।দ্বিতীয়াধে বেশ আক্রমণনির্ভর ফুটবল হয়। কালীঘাট একের পর এক গোলের সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হয়। এরপর কালীঘাট গোল করে। কিন্তু গোললাইন সেভ দেন এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকছে। আর ৮৬ মিনিটে খেলা বাগানের হয়ে গোল করেন সুহেল। কিন্তু ফাউল করায় সেই গোল বাতিল হয়ে যায়। এরপর খেলার শেষ মুহূর্তে মোহনবাগানের ফারদিন আলি মোল্লা গোল করলে অফ সাইডের জন্য বাতিল হয়ে যায়।ম্যাচ শেষ হয় ড্রয়ের মাধ্যমে । কালীঘাট এখনও অপরাজিত লিগে ।এদিনের রেফারির মান নিয়ে অনেক প্রশ্ন থাকছে। সেটা ম্যাচের শেষে জানালেন কালীঘাট কোচ পবন মাহাদুর থাপা। ম্যাচের হাফটাইমে মোহনবাগান মাঠে সংবর্ধনা দেওয়া হয় নতুন বিদেশী বিশ্বকাপার জেসন কামিন্স ভারতীয় দলের ফুটবলার অনিরুদ্ধ থাপা আর সাদিকুলকে। মাঠে এসেছিলেন মোহনবাগান সভাপতি টুটু বসু। মোহনবাগান জিততে না পারলেও বিদেশীহীন লিগকে স্বাগত জানালেন তিনি।