
স্পোর্টস ডেস্ক :অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক জেতালেন মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন এই শ্যুটার। প্রথম মহিলা ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন মনুপিস্তলে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন। তাঁর স্কোর ২৪৩.২। রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজি। তাঁর স্কোর ২৪১.৩।