
নিজস্ব প্রতিনিধিঃ স্পষ্ট কথায় কেষ্ট না থুরি কষ্ট।এবার এই কষ্ট দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়।কাকে দিলেন ? কিবা বললেন? চলুন বিষয়টা তাহলে বুঝিয়ে বলি।
স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেন মৌসুমী চট্টোপাধ্যায়। এর প্রমাণ ‘ইন্ডিয়ান আইডল’ ও কপিল শর্মার শোয়েও পাওয়া গিয়েছে। নিজের বাক্যবাণে কপিলকে পর্যন্ত নাস্তানাবুদ করে দিয়েছিলেন মৌসুমী। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁকে দেখেই ছবির জন্য পোজ দিতে বলতে থাকেন ফটোশিকারিরা। তখনই মৌসুমী বলে ওঠেন এমন এক কথা যা এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। কিন্তু কেন বলুন তো হঠাৎ এমন কি বললেন তিনি? আর কার নামেই বা বললেন?
আসলে বলেছেন তিনি বর্ষিয়ান এক অভিনেত্রীকে উল্লেখ করে। পাপারাৎজির সামনে পোজ দেয়া নিয়ে কথা বলতে গিয়ে কার কথা আসতে পারে বলুন তো? একেবারে ঠিক ধরেছেন জয় বচ্চনের নামই বলেছেন তিনি।জয়া বচ্চনের রাগে ‘কিসসা’ একাধিক। পানামা কেলেঙ্কারিতে যখন বচ্চন পরিবারের বধূ ঐশ্বর্য রাই বচ্চনের নাম জড়িয়েছিল, তখনও সংসদে মেজাজ হারিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। ২০২২ সালে ল্যাকমে ফ্যাশন উইকে যখন পাপারাৎজিরা তাঁর ছবি তুলছিলেন সেই সময়ও ক্ষিপ্ত হয়ে যান জয়া। তিনি সাংবাদিকদের অপমান করে কথা বলছেন বা খারাপ ব্যবহার করছেন এটা একেবারে যেন অমিতাভ ঘরণীর নিত্য নৈমিত্তিক কান্ড হয়ে দাঁড়িয়েছে। যা নিয়ে স্বয়ং বিগবিকেও অপ্রস্তুতে পড়তে দেখা গিয়েছে। তবে এবারে অমিতাভজায়াকে খোঁটা দিলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। প্রকাশ্যেই এমন এক মন্তব্য করে বসলেন তিনি। সাংবাদিকরা যখন তার ছবি তুলতে চান তখন তিনি তাদের ধৈর্য রেখে তার ছবি তুলতে বলেন তার সাথে এও বলেন
“প্লিজ, আমি জয়ার মতো নই, আমি অনেক বেশি ভালো মানুষ।” এক সময় অমিতাভের নায়িকা হিসেবে কাজ করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ‘মনজিল’, ‘বেনাম’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘পিকু’র মতো সিনেমা রয়েছে তাঁদের ঝুলিতে। সেই মৌসুমী আচমকাই জয়ার সম্পর্কে এমন কথা বললেন। আর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর মন্তব্যের ভিডিও। বহু নেট নাগরিক তাকে সমর্থন করেছেন কিন্তু তার এই মন্তব্য বচ্চনঘরনীর কানে উঠলে তারপরে তিনি কি বলবেন সেটাই অনেকে ভাবতে শুরু করেছেন? আর বিগ বি কি বলবেন? বৈঠকী আড্ডায় আলোচনায় অনেকেই বলছেন বিগ বি যেটা নিজের মুখে বলতে পারেন না সেইটা মৌসুমি চট্টোপাধ্যায় বলে ফেলেছেন শুনলে তিনি হয়তো মনে মনে ‘শাবাস’ বলে মুচকি হাসবেন।