
নিজেস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার, অসমের শিবসাগরে পৌঁছেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ভারত জোড়া ন্যায় যাত্রা’। এক সভা করে রাহুল বলেন, “আমরা এই যাত্রার নামের সাথে ‘ন্যায়’ শব্দটি যুক্ত করেছি কারণ আমরা মনে করি যে বিজেপি-আরএসএস প্রতিটি রাজ্যে অবিচার করছে। অর্থিক, সমাজিক এবং রাজনৈতিক অন্যায় করছে।” এর পরই মণিপুরে প্রসঙ্গ টেনে রাহুল বলেন, গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরী হয়েছে। কিন্তু আজ পর্যন্ত প্রধানমন্ত্রী সফর করেননি। এদিন অসমের বিজেপি সরকারকে ও তীব্র আক্রমণ করেন রাহুল।