
ওঙ্কার ডেস্ক: সরকারি খাতায় তাঁকে উল্লেখ করা হয়েছে ‘মৃত’ হিসেবে। কিন্তু বাস্তবে তিনি দিব্যি বেঁচে রয়েছেন। শুধু তাই নয় নিজেকে জীবিত প্রমাণ করতে বিভিন্ন সরকারি অফিসের দুয়ারে দুয়ারে ঘুরছেন মধ্যপ্রদেশের ডিন্ডৌরি জেলার যুবক বিনয় কুমার। গত আট বছর ধরে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্থানীয় করঞ্জিয়া গ্রাম পঞ্চায়তের আধিকারিকরা বিনয়কে মৃত বলে ঘোষণা করেন। আট বছর আগে বিনয়কে মৃত বলে সেই যে চিহ্নিত করেছেন সরকারি আধিকারিকরা। তার পর থেকে নাজেহাল অবস্থা ওই যুবকের। যদিও বিষয়টি প্রকাশ্যে আসে নিজের পরিচয়পত্রে স্ত্রীর নাম যুক্ত করতে গিয়ে। প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়, আট বছর আগেই তাঁর ‘মৃত্যু’ হয়েছে। পরিচয়পত্রের তালিকা থেকে তাঁর নাম কাটা গিয়েছে। প্রশাসনের তরফে এই কথা বলা হলে স্তম্ভিত হয়ে যান বিনয়।
এর পর থেকে ওই যুবক নিজেকে জীবিত প্রমাণ করতে কখনও পঞ্চায়েত অফিসে, কখনও বিডিওতে, কখনও বা জেলা শাসকের অফিসে গিয়ে আবেদন জানাচ্ছেন। কিন্তু অভিযোগ, তাঁর আর্জিতে কোনও হেলদোল দেখাচ্ছেন না প্রশাসনিক আধিকারিকরা। বিনয় জানান, তাঁর স্ত্রী অন্তঃসত্তা। সরকারের খাতায় স্বামীকে মৃত হিসেবে উল্লেখ করায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁর স্ত্রী।