
স্পোর্টস ডেস্ক :—–মহেন্দ্র সিং ধোনি সম্ভবত আর খেলবেন না পরের আইপিএলে। সাধারণ ভাবে চুপচাপ থাকা ধোনি এদিন দুবাই আউ ১০৩.৮ ইউটিউব চ্যানেলে ধোনি ফিটনেস সংক্রান্ত বিষয় নিয়ে খোলামেলা জানিয়েছেন। তিনি বলেন, ‘সবচেয়ে কঠিন হল আমি সারা বছর ক্রিকেট খেলি না। তাই আমার ফিট থাকাটা জরুরি। আর যখন ক্রিকেট খেলতে যাই সেই সময় তরুণ এবং ফিট ক্রিকেটারদের বিরুদ্ধে খেলতে হয়। যাঁরা আন্তর্জাতিক স্তরেও খেলে। পেশাদারের মতো খেলা এতটাও সহজ নয়। বয়স নিয়ে কেউ ডিসকাউন্ট দেবে না।’যখন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলাম, আমি পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চেয়েছিলাম। কিন্তু একই সঙ্গে মানসিক ভাবে সক্রিয় থাকতে চেয়েছিলাম। ফোকাসড থাকতে চেয়েছিলাম। আমি ফার্মিং করতে ভালোবাসি। মোটরবাইকের প্রতি ভালোবাসা আমার ছিলই। এখন ভিন্টেজ গাড়ির প্রতিও ভালোবাসা হয়েছে। আমার পোষ্যরা রয়েছে। ওদের ভালোবাসি। সময় কেটে যায়। এই জিনিসগুলো আমাকে চাপমুক্ত করে।’ তবে পরেরবছর ধোনি না খেললেও চেন্নাইয়ের মেন্টর অথবা কোচ হিসেবে দেখা যাবে মাহিকে।