
স্পোর্টস ডেস্ক : ৪৩ বছর বয়েসে আইপিএলে নেতৃত্বে ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। কনুইয়ের হাড় ভাঙায় চলতি আইপিএলে আর খেলা সম্ভব নয় ঋতুরাজ গায়কোয়েড়। আর তাই ঋতুরাজের অনুপস্থিতিতে, সুপার কিংসের কঠিন সময়ে চলতি আইপিএলের বাকিটা সময় ধোনিকেই অধিনায়কত্ব করতে হবে।,শুক্রবার সন্ধ্যায় চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি। ২০২৪ আইপিএল মরসুম শুরুর ঠিক আগে অধিনাকত্ব ছাড়লে, দলের প্রয়োজনে তিনি নেতৃত্বে ফিরছেন। ২০২৩ সালে চেন্নাইকে আইপিএল এনে দেওয়ার পর, ২০২৪ আইপিএল থেকে আর নেতৃত্ব না দিয়ে শুধু একজন ক্রিকেটার হিসেবেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মাহি। আর তাঁর পরবির্ত চেন্নাইয় সুপার কিংসের অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল ঋতুরাজ গায়কোয়েড়-কে। গতবার ঋতরাজের নেতৃত্বে খারাপ ফল হয়েছিল চেন্নাইয়ের।