
ওঙ্কার ডেস্ক : পূর্ব ঘোষণা মত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিলেন মহাম্মদ ইউনুস। বৃহস্পতিবারই তিনি প্রবাস থেকে বাংলাদেশে এসে পৌঁছান। উল্লেখ্য শেখ হাসিনা পদত্যাগ করবার পর সেনাবাহিনী এবং রাষ্ট্রপতি জানিয়েছিলেন যে অন্তর্বর্তী সরকার গঠিত হবে। ছাত্রদের দাবি মত সংসদ ভেঙ্গে দেওয়া হয়। তখনই ছাত্রছাত্রীরা মূলত দাবি তোলে মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রদান করতে হবে। যতদূর জানা যাচ্ছে আওয়ামী লীগ বাদে বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রতিনিধি বুদ্ধিজীবী ছাড়া ছাত্র নেতারাও এই অন্তর্বর্তী প্রশাসনের অংশ হতে চলেছেন। শপথ নেওয়ার আগেই মোহাম্মদ ইউনুস তাঁর এক বার্তায় পরিস্কার জানান, দেশের জনতা যদি তাকে প্রশাসনের প্রধান পদে দেখতে চান তাহলে অবিলম্বে হিংসা বন্ধ করতে হবে। সর্বত্র সমস্ত রকমের হানাহানিতে ইতি টানতে হবে।