
নিজেস্ব প্রতিনিধিঃ ঘনকুয়াশার জেরে সোমবার দেশজুড়ে বিপর্যস্ত হয়েছিল বিমান পরিষেবা। তারই মাঝে মুম্বই বিমানবন্দরের রানওয়েতে বসে রাতের খাবার খেয়েছিলেন যাত্রীরা। ভাইরাল ওই ভিডিও দেখার পর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান সংস্থা ইন্ডিগোকে মোটা অঙ্কের জরিমানার নির্দেশ দিল ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি । ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে ইন্ডিগোকে ১.২ কোটি এবং মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষকে ৩০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বিসিএএস। ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা মেটাতে হবে।