
নিজস্ব প্রতিনিধিঃ আরবিআইকে বোমা হুমকি। মঙ্গলবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাই শাখাকে ইমেলে বোমা হুমকি দেওয়া হয় বলে খবর। বলে হয়, আমরা ১১টি বিভিন্ন জায়গায় বোমা রেখে দিয়েছি। কারণ বেসরকারি ব্যাংককে সঙ্গে নিয়ে জালিয়াতি করেছে আরবিআই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায় নি। পুলিস জানায় খিলাফত ইন্ডিয়া নামে একটি ইমেল আইডি থেকে ইমেল করা হয়েছে। এমআরএ মার্গ থানায় একটি এফআইআর করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস।