
ভীষ্মদেব রায়, মুর্শিদাবাদঃ উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পাচার হবার আগে পুলিশের জালে দুই পাচারকারী। বৃহস্পতিবার ভোরে ৫০০০ ফেনসিডিল সহ দুজনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার পুলিশ। ৫০০০ ফেনসিডিলের বাজার মূল্য ২০ লক্ষ টাকার বেশী।
মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার পুলিশের বড় সাফল্য। বৃহস্পতিবার ভোরে ৫০০০ ফেনসিডিল সহ দুজনকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে ইসলামপুরের টোল গেটের কাছে বহরমপুর করিমপুর রাজ্য সড়কে একটি লরিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৫০০০ বোতল ফেন্সিডিল। বাজেয়াপ্ত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। গ্রেফতার করা হয় ২জনকে। গ্রেফতার হওয়া দুইজনের নাম মিঠুন দাস বাড়ি গোদাগাড়। মনিরুল ইসলাম বাড়ি ধনীরামপুরে। জানা গিয়েছে ফেনসিডিল গুলি লরিতে করে উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা হচ্ছিল। ধৃত ২ জনকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার তোলা হয় আদালতে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।