
ভীষ্ম দেব রায়, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকার গই গ্রামে কালভার্টের তালা চোখ যেতেই গ্রামবাসীদের চক্ষু চরক গাছ। কি ছিল কালভার্টের তালায়!
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার গই গ্রামে মাঠের ধারে কালভার্টের নিচে থেকে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করল খড়গ্রাম থানার পুলিশ। শুক্রবার সকালে এলাকার চাষিরা মাঠে চাষ করতে এসে কালভার্টের নিচে একটি ড্রাম নজরে আসে। চাষীরা থানায় খবর দিলে ঘটনা স্থলে খড়গ্রাম থানার পুলিশ এসে বোমা গুলি উদ্ধার করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ । তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুত করেছিল তা জানা যায়নি। বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য জেলা বোম ডিস্পোজাল স্কোয়াড কে খবর দেওয়া হয়। তার এসে তাজা বোমা গুলিকে নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।