
ওঙ্কার ডেস্ক:মহরমে সম্প্রীতির ছবি মুর্শিদাবাদের নবগ্রামে, খিচুড়ি রান্নায় হাত বাড়ালো হিন্দুরা। বুধবার এমনই হিন্দু – মুসলমান সমন্বয়ের ছবি ধরা পড়লো নবগ্রামের পাঁচগ্রামে।। মহরম হলো মুসলিম সম্প্রদায়ের একটি শোকের অনুষ্ঠান, সেই উপলক্ষ্যে বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান।একইভাবে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম এলাকার পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিল্কি পাড়াতে পালিত হচ্ছে মহরম। সকাল থেকে পথ চলতি মানুষ সহ এলাকার মানুষকে খাওয়ানো হচ্ছে শরবত ও পানীয় জল।
তার পাশাপাশি এদিন খিচুড়ি রান্নাও করা হয় আর সেই রান্নার কাজে এগিয়ে এসেছেন হিন্দুরাও।
শুধু রান্না নয় এখানে বসে খিচুড়ি খেয়ে যাচ্ছেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের সকল মানুষ,এমনি সম্প্রীতির ছবি ধরা পড়লো মিল্কি পাড়াতে।