
বিশ্বদেব রায়, মুর্শিদাবাদঃ কাগজ কলমে ড্রেন নির্মানের কাজ শুরু হয়েছে কিন্তু সরজমিনে এখন পর্যন্ত কাজ আরম্ভ হয়নি।এমনই চিত্র ধরা পড়ল সাগরদীঘিতে। যা নিয়ে ক্ষোভ তৈরী হয়েছে স্থানীয় মানুষের মধ্যে।
মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে জয়দেব ভকতের বাড়ী থেকে তেলানদিঘী ভায়া নাগরাইল সাঁকো পর্যন্ত ১৭৭ মিটার ড্রেন নির্মান করার কথা। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কাজটি হয়। এই কাজের বরাত পায় গোপিনাথ চট্যোপাধ্যায় নামে এক ঠিকাদার সংস্থা। এই কাজের জন্য ৪১ লক্ষ ৭৪ হাজার ৪৭৭ টাকা বরাদ্ধ করা হয়ে থাকে। ড্রেন নির্মান কাজের জন্য বোর্ড ও লাগানো হয়।তাতে লিখা আছে ২২ জানুয়ারী ২০২৪ সালে ড্রেনের কাজ শুরু হয়েছে।কিন্তু ছয় পেরিয়ে গেলেও সেই কাজ সরজমিনে শুরুই হয়নি।
চলছে বর্ষাকাল।বর্ষাকালে এই ড্রেন দিয়ে জল নিকাশি হয় না।ফলে সাগরদীঘির দক্ষিণ বাজার সহ ব্লকপাড়া,রেলপাড়া সহ বিস্তির্ণ এলাকায় জল জমে যায়,এমনকি বাড়ী ঘরের মধ্যেও জল ঢুকে যায় ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় এলাকাবাসীদের।