
জয়া মির্জা, মুর্শিদাবাদ স্বামী ও সন্তানের অধিকারে দাবিতে শশুর বাড়ির সামনে ধর্ণায় বসল গৃহ বধু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির জালবান্ধা। ঘটানা ঘিরে চাঞ্চল্য এলাকায়।
স্বামী ও সন্তানের অধিকারে স্বামীর বাড়ীর সামনে ধর্ণায় বসল স্ত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির জালবান্ধা এলাকায়। জানাযায় প্রায় ১১ বছর আগে সাগরদীঘির জালবান্ধা গ্রামের আলিজান সেখ ওরফে মিটার সেখ-এর সঙ্গে বীরভূম এলাকার তুহিনা বিবির সঙ্গে বিয়ে হয়। তাদের দুই সন্তান। তারপরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধে। সেই অশান্তির জেরে আলিজান সেখ তাঁর স্ত্রী তুহিনা বিবিকে বাড়ী থেকে বের করে দেয় প্রায় বছর খানেক আগে।এই বিষয়ে আদালতে মামলা পর্যন্ত হয়। এদিকে আদালতে মামলা চলা কালীন বেশ কয়েকবার তুহিনা বিবি তার স্বামীর বাড়ীতে আসে কিন্তু স্বামী তাকে বাড়ীতে ঢুকতে দেয়নি।
স্বামী ও সন্তানের অধিকারে স্বামীর বাড়ীর সামনে ধর্ণায় তুহিনা বিবি। তার দাবি স্বামী ও সন্তানের অধিকারে যতদিন না পাবেন, ততদিন শশুর বাড়ির সামনে ধর্ণায় বসে থাকবেন। ঘটনায় স্বাহাবিক ভাবে চাঞ্চল্য এলাকায়।