
স্পোর্টস ডেস্ক : আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলবেন বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি বাংলাদেশ দলের হয়ে সংযুক্ত আরব আমিরশাহি উড়ে গেলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন। তা নিয়েও তৈরি হল প্রশ্ন। বিসিবি-র সিইও নিজামউদ্দিন চৌধুরী বললেন, ”মুস্তাফিজুর দলের সঙ্গে সংযুক্ত আরব আমিশাহিতে গিয়েছে। আইপিএল আধিকারিকদের তরফ থেকে আমাদের কিছুই জানানো হয়নি। এমন কী মুস্তাফিজুরও আমাকে কিছু জানায়নি।”
অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে চলে গিয়েছেন। তাঁর পরিবর্তে আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য নেওয়া হল বাংলাদেশের তারকা বোলারকে।
কিন্তু তাঁকে পাওয়া নিয়েই তো প্রশ্ন! শারজায় ১৭ ও ১৯ মে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে।
আইপিএলে দিল্লির শেষ তিনটি ম্যাচ চলতি মাসের ১৮,২১ ও ২৪ তারিখ। আমিরশাহিতে জাতীয় দলের হয়ে মুস্তাফিজ খেলতে নামলে দিল্লির জার্সিতে ১৮ তারিখ তাঁর নামা হচ্ছে না। ১৯ মে-র পরে বিসিবি-র কাছ থেকে এনওসি নিয়ে আইপিএল খেলতে পারেন মুস্তাফিজ।