
ওঙ্কার ডেস্ক: মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেদেশ। শুক্রবার বিপর্যয়ের পরে ভারতের তরফে পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ২৪ ঘন্টার মধ্যে ত্রাণ নিয়ে মায়ানমারে পৌঁছল ভারতের বিমানবাহিনী।
সূত্রের খবর, ভারতীয় বিমান বাহিনীর সি-১৩০ জে বিমানে করে ত্রাণ পাঠানো হয়েছে। ১৫ টন ওজনের ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, খাবারের প্যাকেট, সাবান-পেস্ট, জেনারেটর এবং অত্যাবশ্যকীয় ওষুধ। প্রসঙ্গত, বিপর্যয়ের পর আন্তর্জাতিক মহল থেকে সবার আগে ত্রাণ নিয়ে পৌঁছয় ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ব্রহ্মা’।
শুক্রবারের ভূমিকম্পে মায়ানমারের পাশাপাশি ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। সেদেশের ব্যাংকক শহরে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে নিখোঁজ হয়েছেন শতাধিক শ্রমিক। থাইল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকরা দুঃস্বপ্নের ঘোরে রয়েছেন এখনও। মৃত্যুপুরী দর্শন করে এখনও পর্যন্ত কার্যত ভীত অবস্থায় রয়েছেন। প্রত্যক্ষদর্শী পর্যটকরা জানান, ভূমিকম্পের সময় ব্যাংককের মল, অফিস থেকে মানুষজন হুড়মুড়িয়ে বেরিয়ে আসেন। বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেল। তাসের ঘরের মতো ভেঙে পড়ে আকাশচুম্বী বহুতলগুলি। কয়েক ঘণ্টার জন্য যেন থমকে যায় গোটা শহর।
ভিডিও দেখুন-