
সুরজিৎ দাস, নদীয়াঃ আবর্জনার স্তুপের মধ্যেই ছিল বোমা , পরিষ্কার করার সময় সেই বোমা ফেটে গুরুতর আহত এক মহিলা। নদীয়ার নাকাশিপাড়া থানার মোটা বরগাছি এলাকার ঘটনা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত মহিলার নাম শামসুন্নাহার বিবি, বয়স ৩৪ বছর। সোমবার সকালে ওই মহিলা নিজের বাড়ির পাশে জমা হওয়া ময়লা আবর্জনা পরিষ্কার করতে গিয়েছিলেন। সেই সময় আবর্জনার মধ্যে থাকা একটি বোমা ফেটে যায়, গুরুতর ভাবে জখম হন তিনি। বোমা ফাটার শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা এবং আহত মহিলাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্যে নিয়ে যান বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে। তারই সঙ্গে খবর দেওয়া হয় নাকাশিপাড়া থানায়।
হাসপাতাল সূত্রের খবর, বেথুয়া ডহরি স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।