
সুরজিৎ দাস, নদীয়াঃ লাগাতার পাঁচ বছর ধরে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সৎ বাবা। ব্যাপক চাঞ্চল্য নদীয়ার কোতোয়ালি থানা এলাকায়। সূত্র মারফত জানা গেছে , ধর্ষণকারী সৎ বাবার বয়স আনুমানিক ৪৩ বছর, নাম রাজেশ বৈদ্য। অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন নাবালিকার মা। বিয়ের পর থেকেই শুরু হয়ে যায় মেয়ের প্রতি বাবার অমানবিক শারীরিক অত্যাচার। বিগত পাঁচ বছর ধরে জোর পূর্বক ধর্ষণ করে আসছিল নাবালিকার গুণধর বাবা। । বিষয়টি তার মা-কে জানিয়েছিল ওই নাবালিকা ,কিন্তু মা কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে উল্টে বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা করে। অবশেষে নিরুপায় হয়ে নাবালিকা পুরো ঘটনাটি প্রতিবেশী কিছু মহিলাকে জানায়। ঘটনাটি শোনার পর থেকেই অভিযুক্ত রাজেশ বৈদ্য র ওপর নজর রাখছিলেন প্রতিবেশীরা। সোমবার রাতে সকলে ঘুমিয়ে যাওয়ার পর ,সুযোগ বুঝে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে গুণধর বাবা। ঠিক তখনই আপত্তিকর অবস্থায় ধৃত বাবাকে ধরে ফেলেন প্রতিবেশী মহিলারা।
তারপরই থানায় অভিযোগ দায়ের করা হলে, অভিযুক্তকে ধরে নিয়ে যায় পুলিশ। প্রতিবেশী এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ওই নাবালিকাকে পুলিশের পক্ষ থেকে ম্যেডিকাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই নাবালিকাকে হোমে রাখা হয়েছে। প্রতিবেশীদের দাবি অভিযুক্তকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। যাতে পরবর্তীকালে কোন বাবা তার নাবালিকা সন্তানের প্রতি এইপ্রকার অভব্য আচরণ এবং অত্যাচার না করতে পারে।