
ওঙ্কার ডেস্ক:ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত রাজ্য জুড়ে।এবার দুষ্কৃতীদের হাতে খুন হলেন নদিয়ার চাপড়া এলাকার এক তৃণমূল কর্মী । মৃত তৃণমূল কর্মীর নাম মসলেম সেখ। চাপড়ার হাটরা গ্রামে তার বাড়ি। বুধবার নদীয়ার চাপড়া থানার মাধবপুরের জয়দেব পল্লীর একটি মদের দোকানের পিছনে থেকে মোসলেমের মৃতদেহ উদ্ধার হয় । তাকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মোসেলামকে রাজনৈতিক কারণে খুন করা হয় থাকতে পারে বলেই জানিয়েছেন তৃণমূল নেতা জেবের শেখ। তবে মৃতের বিরুদ্ধে একাধিক দুষ্কৃতি কার্যকলাপের অভিযোগ আছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।