
সুরজিৎ দাস, নদীয়া: ফের চোরা পাচারের হদিশ নদীয়ায়। বিএসএফ জওয়ান গ্রামে ঢুকতেই আক্রমণ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভাঙচুর করা হয় বিএসএফের গাড়িও। নদীয়ার কৃষ্ণগঞ্জে এবার আক্রান্ত হল বিএসএফ জওয়ানরা। কয়েকদিন আগেই কৃষ্ণগঞ্জ এর মাজ এলাকা থেকে বাঙ্কারের খোঁজ পায় বিএসএফ । সেই বাঙ্কারের ভেতর থেকে উদ্ধার হয় প্রচুর পরিমানে ফেনসিডিল। সেই রেশ কাটতে না কাটতেই গত শনিবার বিএসএফ কর্মীরা খবর পায় মথুরাপুরের রিভার পাম্পের ভিতরে ফেনসিডিল মজুদ করা হয়েছে পাচারের উদ্দেশ্যে । এই খবর পেয়ে বিএসএফ কর্মীরা কৃষ্ণগঞ্জের মথুরাপুরের রিভার পাম্পে তল্লাশি চালাতে গেলে বিএসএফ কর্মীদের উপর রীতিমত ঝাঁপিয়ে পড়ে এলাকার মহিলারা । বিএসএফ সূত্রে খবর, সামনের সারিতে মহিলারা থাকলেও পিছনের দিকে ছিল এলাকার দুষ্কৃতীরা । পাশাপাশি গাড়ি ভাঙচুরও চালায় দুষ্কৃতিরা। বিএসএফের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় মথুরাপুর এলাকার মোট ১০ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।