
প্রতীতি ঘোষ,ব্যারাকপুর:নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই খুনের পিছনে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের হাত রয়েছে বলে দাবি তৃণমূলের ,তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন।এই আবহে শনিবার গৌরীপুরে নিহত তৃণমূল কর্মী সন্তোষ যাদবের বাড়িতে আসে নৈহাটী বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল বিধায়ক সনদ দে ও দলের একজন কাউন্সিলর নিহত তৃণমূল কর্মী সন্তোষের পরিবারের সাথে দেখা করেন। সংবাদমাধ্যমকে বিধায়ক বলেন আমরা ওই পরিবারের পাশে সর্বোত্তভাবে রয়েছি। পরিবারকে সব দিক থেকে সাহায্য করবে তৃণমূল কংগ্রেস ।উল্লেখ্য সন্তোষ যাদবের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে , জনৈক বিনোদ সিং সন্তোষের খুন হওয়ার সম্ভাবনার কথা সম্ভবত আগে থেকেই জানতে পেরেছিল। বিনোদ সন্তোষের পরিবারকে সেই বিষয়ে সতর্ক ও করেছিল। সেই বিনোদ সিং এর সাথে বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠতা রয়েছে বলে দাবি করেছে সন্তোষের পরিবারের সদস্যরা।