
সোমনাথ মুখোপাধ্যায়ঃ শিক্ষাক্ষেত্রে ভারতের হৃতগৌরব ফেরাতে ১৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে রাজগীরে। বুধবার যার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালে রাষ্ট্রসংঘ ‘ঐতিহ্য কেন্দ্র’ বা ‘হেরিটেজ সাইট’ ঘোষণা করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরবিন্দ পাঙ্গারিয়া। প্রধানমন্ত্রী বলেন, “আজ শিক্ষাক্ষেত্রে একটি বিশেষ দিন। নালন্দা ভারতের সোনালী অতীতের সাক্ষ্য দেয়।” প্রধানমন্ত্রী আরও বলেন, আমি খুশি যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ১০ দিনের মধ্যে নালন্দা দেখার সুযোগ পেয়েছি। নালন্দা শুধু একটি নাম নয়, এটি ভারতের পরিচয় এবং সম্মান। নালন্দার পুনঃপ্রতিষ্ঠা স্বর্ণ যুগের শুরু। নালন্দা একটি মূল্য এবং মন্ত্র…আগুন বই পুড়িয়ে ফেলতে পারে, কিন্তু জ্ঞানকে ধ্বংস করতে পারে না।”
১৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে রাজগীরে। নয়া ক্যাম্পাসে দুটি ব্লকে ৪০টি বড়সড় শ্রেণিকক্ষ রয়েছে। যেখানে ১৯০০ জন পড়ুয়ার বসার ব্যবস্থা রয়েছে। একেকটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০০ পড়ুয়া একসঙ্গে পঠনপাঠনে অংশ নিতে পারবেন। ক্যাম্পাসের হোস্টেলে ৫৫০ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও শিক্ষাকেন্দ্রের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির জন্য ইন্টারন্যাশানাল সেন্টার, অডিটয়োরিয়ামও তৈরী করা হয়েছে। অডিটোরিয়ামটিতে রয়েছে ২০০০ আসন। পাশপাশি ক্যাম্পাসে রয়েছে স্পোর্টস কমপ্লেক্স। তৈরী হয়েছে ফ্যাকাল্টি ক্লাবও। প্রসঙ্গত ২০১৬ সালে রাষ্ট্রসংঘ ‘ঐতিহ্য কেন্দ্র’ বা ‘হেরিটেজ সাইট’ ঘোষণা করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে। এদিন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, দারুসসালাম, কম্বোডিয়া, চিন, ইন্দোনেশিয়া, লাওস, মরিশাস, মায়ানমার, নিউজিল্যান্ড, পর্তুগাল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম সহ মোট ১৭টি দেশের বিদেশী দূতরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।