
প্রদীপ মাইতি,নন্দীগ্রাম : বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য নন্দীগ্রামে । নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মনোহরপুর গ্রামের তেরপেখিয়া রেয়াপাড়া রাজ্য সড়কের পাশে বোমা বিস্ফোরনটি হয় । এই বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয় ১১ বছরের এক নাবালক। জানা গেছে একটি ইটভাটার সামনে জল পাইপের নিচে অজ্ঞাত কিছু বস্তু দেখতে পেয়ে বালকটি তাতে পা দিয়ে দেয় ।এবং পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বোম বিস্ফোরণ ঘটে। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় নন্দীগ্রাম থানার পুলিশ। এবং পরবর্তী সময়ে পুলিশ এসে সেখান থেকে আরও দুটি বোম উদ্ধার করে। এবং আহত বালককে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয় রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে।