
প্রদীপ মাইতি, নন্দীগ্রাম:প্রানী বিদ্যা বিভাগের একঝাঁক ছাত্র ছাত্রী কলমে শিক্ষা নিল, মাছ চাষ থেকে মাছ ধরার। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্যজীবীদের গ্রামে শিক্ষা মূলক ভ্রমনে গিয়ে এই অভিজ্ঞতা সঞ্চয় করল উত্তরপাড়ার রাজা পিয়ারী মোহন কলেজের পড়ুয়ারা। মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু এলাকার বিভিন্ন ফার্ম ঘুরিয়ে দেখান। তিন দিনের এই কর্মসূচীতে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। নন্দীগ্রাম ব্লকের মৎস্য চাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন, মাছ চাষ ও মাছ ধরার সামগ্রিক বিষয়ে ছাত্র ছাত্রীদের শেখান হয়েছে।
রাজা পিয়ারী মোহন কলেজের অধ্যাপিকা আরাধনা চৌধুরী জানান, এই শিক্ষা মূলক ভ্রমনে নন্দীগ্রাম ব্লক মৎস্য বিভাগ সম্পূর্ন সহযোগিতা করেছেন । শিক্ষা মূলক ভ্রমনে উপকৃত হয়েছে, উত্তরপাড়ার রাজা পিয়ারী মোহন কলেজের পড়ুয়ারা। তাদের দাবি, এই হাতে কলমে শিক্ষা তাদের ব্যক্তি জীবনে কাজে লাগবে।