
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রামের ভূমি আন্দোলনের নিখোঁজ হন তিনজন। আদিত্য বেরা, সত্যেন গোলে, বলরাম সিং। এবার এই তিন শহীদের পরিবারের হাতে মৃত্যুসংশা পত্র ইস্যু করতে রাজ্য সরকারকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। এক মাসের মধ্যে দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি শম্পা সরকার।
গত চৌদ্দ বছর ধরে দীর্ঘ লড়াই করছে তার পরিবার বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের শুনানি কক্ষে বিচারপতি সম্পা সরকার পঞ্চায়েত কে জিজ্ঞাসা করেন কি কারণে এত দেরি হচ্ছে ?
পঞ্চায়েত অফিসাররা জানান, দেরি হচ্ছে আমাদের ভুল স্বীকার করছি কিন্তু এখন অনলাইন আবেদন করতে হবে। অবশেষে বিচারপতি সম্পা সরকার নির্দেশ দিয়েছেন এক মাসের মধ্যে এই তিনজনের পরিবার পঞ্চায়েতে গিয়ে আবেদন করবেন। তাদের অনলাইন সমস্ত সাহায্য করবে পঞ্চায়েত সদস্যরা এবং এক মাসের মধ্যেই তাদের মৃত্যুর সংসার পত্র পরিবারের হাতে তুলে দেবার নির্দেশ বিচারপতি সম্পা সরকারের।