
ওঙ্কার ডেস্ক:উলট পুরান শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামে। বিরোধী দলনেতা কে চোর চোর স্লোগান তৃনমূল সমর্থকদের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।উল্লেখ্য মঙ্গলবার সকালে নন্দীগ্রামের সামসাবাদ এলাকায় , বিজেপির একটি কর্মীসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামসাবাদ বুড়ির মোড়ে
শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় শুভেন্দু কে লক্ষ করে চোর চোর শ্লোগান দিতে থাকেন তৃনমূলের বেশ কিছু কর্মী ও সমর্থক ।শুভেন্দু গড় হিসাবে পরিচিত ,নন্দীগ্রামে বিরোধী দলনেতা কে লক্ষ করে এমন ভাবে কটাক্ষ করায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।