
শান্তুনু পান, পশ্চিম মেদিনীপুরঃ ভোটের পরেই জেলা জুড়ে সোনার দোকানগুলিতে বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। তাই এবার সোনা ব্যবসায়ীদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো পুলিশ প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানায় এলাকার সকল সোনা ব্যবসায়ীদের ডেকে সচেতন করলো নারায়ণগড় থানার পুলিশ। নারায়ণগড় থানা চত্বরে একটি বৈঠকের মধ্য দিয়ে সকলকে সচেতন করা হয়। পাশাপাশি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরা ভালোভাবে কাজ করছে কিনা সে বিষয়েও দেখতে বলা হয় ব্যবসায়ীদের। পুলিশ জানিয়েছে নারায়ণগড় থানার এলাকায় যাতে এরকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই আগে থেকে এলাকার সোনা ব্যবসায়ীদের সচেতন করতে এই বৈঠক হয়। এক সোনা ব্যবসায়ী জানান পুলিশ প্রশাসন তাদেরকে অনেক বেশি সচেতন হতে বলেছেন।