
ওঙ্কার ডেস্ক : পেহেলগাঁও হামলার মোক্ষম জবাব দিল ভারত। মঙ্গলবার মধ্য রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলির উপর হামলা চালায় ভারতীয় নৌবাহিনী, স্থল ও বায়ুবাহিনী। হামলার নাম দেওয়া হয় ‘অপরেশন সিঁদুর’। মূলত পাকিস্তানের ৯ টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারত। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে লস্করের ক্যাম্প, মাসুদ আজহারের মাদ্রাসা।
তবে এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে চলছে দেশ- বিদেশে চর্চা। কি এমন অস্ত্র ব্যাবহার করল ? কি সেই অস্ত্র। যদিও কি কি অত্যাধুনিক অস্ত্র ব্যাবহার করা হয়েছে তা প্রকাশ্যে এসেছে। আসুন জেনে নেওয়া যাক কি কি অস্ত্র ব্যাবহার করলো ভারত।
এই যুদ্ধে রাফালের ব্যাবহার করা হয়েছে। এছাড়াও একাধিক আধুনিক ক্ষেপণাস্ত্রও ব্যাবহার করা হয়েছে হামলার সময়। যুদ্ধের সময় চলছিলো নজরদারি ড্রোন। ব্যাবহার করা হয় স্ক্যাল্প ক্রুজ মিসাইল, হামার বম্ব যা অত্যাধুনিক বাঙ্কার এবং উঁচু বিল্ডিং ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও কামিকাজে ড্রোন মূলত কোন জায়গার নজরদারি চালানো, কতজন রয়েছে সেইসব লক্ষ্য রাখা যায়। এছাড়াও ড্রোনের মাধ্যমে ফুটেজ দেখে হামলার নির্দিষ্ট ছক করতে সক্ষম হয় ভারতীয় সেনা।
হামলার পর সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পাকিস্তানের সেনাবাহিনী বা সাধারণ নাগরিকের ওপর হামলা চালানো হয়নি। ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় Justice is served jai Hind। এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে ‘ভারত মাতা কি জয়’ লিখে পোস্ট করেন প্রতিরক্ষা মন্ত্রী।