
ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্স সফর সেরে বৃহস্পতিবার তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছন। এদিনই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে মোদী সমাজ মাধ্যমে এক্সে লিখেছেন, ‘কিছু ক্ষণ আগে ওয়াশিংটনে নামলাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য এবং ভারত-আমেরিকা আন্তর্জাতিক কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্র প্রস্তুত করার জন্য মুখিয়ে রয়েছি।’ এদিন ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী ভারতীয়দের একাংশ। তাঁদের হাতে ধরা ছিল আমেরিকা এবং ভারতের পতাকা। তাঁদের সঙ্গে দেখা করেন মোদী। বৃহস্পতিবারই ওয়াশিংটন পৌঁছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর তুলসী গাবার্ডের সঙ্গেও বৈঠক করেন মোদী।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদীর এটিই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর। ট্রাম্প ও মোদীর ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক আন্তর্জাতিক রাজনৈতিক মহলে চর্চার বিষয়। ট্রাম্পের প্রথম জমানায় ২০১৯ সালের সেপ্টেম্বরে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদী’ আয়োজিত হয়েছিল। পরে ২০২০ সালে গুজরাতে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।