
ওঙ্কার ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন নিয়ে উত্তাল দেশের রাজনীতি। সংসদের উভয়কক্ষে এই বিল পাশ হয়ে যাওয়ার পর গত সপ্তাহে এই বিলের পক্ষে নিজের মত প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে বিলটি আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেটিতে সই করার পরে। এই আবহে ফের একবার এই আইনের পক্ষে দাঁড়িয়ে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করলেন ভারতের প্রধানমন্ত্রী।
মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়াকফ বিল নিয়ে মোদী জানান, ওয়াকফ আইনে গরিব মুসলমান, নারী এবং শিশুর অধিকার সুরক্ষিত থাকবে। সেই সঙ্গে হাত শিবিরকে নিশানা করে তাঁর দাবি, এই আইন কংগ্রেসের তোষণের রাজনীতির বিরুদ্ধে জবাব। মোদী বলেন, ‘তোষণের রাজনীতি নতুন নয়। স্বাধীনতার সময়ই এই তোষণের বীজ বপন করা হয়েছিল। দ্বি-জাতি তত্ত্ব সাধারণ মুসলিমদের সিদ্ধান্ত ছিল না। তোষণের রাজনীতির মাধ্যমেই কংগ্রেস ক্ষমতা পেয়েছে। কিছু মৌলবাদী নেতা সম্পদ পেয়েছেন। কিন্তু প্রশ্ন হল, সাধারণ মুসলিমরা কী পেয়েছেন? গরিব মুসলিমরা কী পেলেন?’ তাঁর আরও সংযোজন, ‘সমগ্র সমাজের স্বার্থে, মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এই চমৎকার আইন প্রণয়নের জন্য আমি দেশের সংসদকে অভিনন্দন জানাই। এখন ওয়াকফের পবিত্র চেতনা সুরক্ষিত হবে। মুসলিমদের অধিকারও সুরক্ষিত হবে এই আইনের ফলে।’
উল্লেখ্য সংসদের নিম্নকক্ষ লোকসভায় গত বৃহস্পতিবার সংশোধিত ওয়াকফ বিলের পক্ষে ভোট দিয়েছিলেন ২৮৮ জন সাংসদ। আর বিপক্ষে ভোট দিয়েছিলেন ২৩২ জন সাংসদ। লোকসভায় দীর্ঘ বিতর্কের পর বিলটি পাশ হয়ে যায়। এর পর রাজ্যসভায় বিলটি পেশ করা হলে পক্ষে ভোট পড়ে ১২৮ এবং বিপক্ষে ভোট পড়ে ৯৫টি। সংসদের উচ্চ কক্ষেও বিলটি পাশ হয়ে যাওয়ার পর সেটিতে সই করার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়। দেশের সাংবিধানিক প্রধান সংশোধিত ওয়াকফ বিলে সই করায় সেটি বর্তমানে আইনে পরিণত হয়েছে।