
নিজস্ব প্রতিনিধিঃ ভোটের বাংলায় আজ সুপার সানডে। প্রথম দফা ভোটের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কার্যত এক সপ্তাহে দ্বিতীয়বার বাংলায় বিজেপির ক্যাম্পেন বয়। আজ জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে মোদীর সভা রয়েছে ধূপগুড়িতে। আবার অন্যদিকে দলীয় প্রার্থী শ্নাতিরাম মাহাতোর সমর্থনে পুরুলিয়াতে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। নরেন্দ্র মোদীর জনসভার কী প্রস্তুতি এই বিষয়ে স্ববিস্তারে জানাবেন আমাদের প্রতিনিধি উজ্জল হোড়।