
শুভাশিস ঘোষ : ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন, আগামী পাঁচ বছরেও মোদি সরকারের গ্যারান্টি আছে। পাশাপাশি তিনি আরোও দাবী করে বলেন আমাদের সরকার যা শিলান্যাস করে সেটাই আমাদের সরকারের সময়কালে উদ্বোধন হয়। মনিপুর ইস্যুতেও তিনি বলেন মনিপুর আগের তুলনায় শান্ত হয়েছে এবং দেশের মানুষ মনিপুরের পাশেই আছে। এছাড়াও তিনি বলেন পরিবারতন্ত্রকে তুলে ধরে বলেন পরিবারভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। পরিবারবাদ দেশের ক্ষতি করেছে এবং দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে। তাই পরিবারবাদ দেশের উন্নতিতে কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান সরকারের আমলে দেশ রেল, বিমান, ক্রীড়া ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে। আগামী দিনে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা ১০০০ বছরের দিশা দেখাবে বলেও দাবি করেন নরেন্দ্র মোদি। ২০৪৭ সালে ভারত যখন ১০০ বছরে স্বাধীনতা দিবস পালন করবে তখন বিশ্বকে পথ দেখাবে বলে তিনি জানিয়েছেন। ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হলে স্থায়ী সরকার চাই বলে এদিনের বক্তব্যে শোনা যায় নরেন্দ্র মোদির গলায় ।