
ওঙ্কার বাংলা অনলাইন ডেস্কঃ ইন্ডিয়া জোটের সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুলনা টেনে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুর ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে লাগাতার বিক্ষোভ দেখিয়ে আসছেন বিরোধীরা। এই ইস্যুতে এক কাট্টা বাম কংগ্রেস তৃণমূল, আপ, শিবসেনা,এনসিপি সাংসদরা। বিরোধী ইন্ডিয়া জোটের হই হট্টগোলের জেরে বার বার বাদল অধিবেশন মুলতুবি করতে হচ্ছে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে। এই নিয়ে বিরোধীদের মোকাবিলা করতে মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। বৈঠকে প্রধানমন্ত্রী বিরোধী জোট ইন্ডিয়া প্রসঙ্গে বলেন “ইন্ডিয়া নাম ব্যবহার করলেই হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও ইন্ডিয়া শব্দটি ছিল। ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও ইন্ডিয়া শব্দটি রয়েছে”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই কথার জবাব দিয়েছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গে বলেন “আমরা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চাইছি আর উনি বৃটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কথা বলছেন”। এদিন মল্লিকার্জুন খাড়গের ভাষণের সময় তাঁর মাইক বন্ধ করে দেবারও অভিযোগ ওঠে। প্রতিবাদে সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ন সহ ইন্ডিয়া জোটের সাংসদরা। মোদির ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষের পাশাপাশি সোচ্চার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। দুবে কংগ্রেসকে বিঁধে বলেন কংগ্রেস যেন মনে রাখে ইন্ডিয়ান কংগ্রেস গঠন করেছিলেন হিউম নামে এক বিদেশি। সব মিলিয়ে ইন্ডিয়া নাম নিয়ে যে যথেষ্ট চাপে বিজেপি তা মুচকি হেসে বলছেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যরা।