
স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার(১৫ অগস্ট) লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় দেশের ক্রীড়া নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানালেন, ক্রীড়াক্ষেত্রে ভারত এখন সুপার পাওয়ার।
ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্য নিয়ে দেশের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, “যে কোনও দেশের নাগরিকদের গর্বে বুক ফুলে যায় যখন কেবল মেট্রো সিটির সম্ভ্রান্ত পরিবারই নয়, ঝুপড়িতে থাকা ছেলেমেয়েরাও খেলাধুলোয় সাফল্য অর্জন করেন।” তিনি আরও বলেন, “সময় বদলেছে। দেশের কোনায় কোনায় ঝুপড়ি থেকে প্রতিভা বের হয়ে আসছে। সম্প্রতি ভারত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে রেকর্ড সংখ্যক ১১টি সোনা-সহ ২৬টি পদক জিতেছে। কষ্ট করে মানুষ হওয়া ছেলেমেয়েরাই খেলার দুনিয়ায় পরাক্রম দেখাচ্ছে। খেলাধুলোয় এগোচ্ছে দেশ। তরুণ খেলোয়াড়রা নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়ে গোটা বিশ্বে দেশের সম্মান বাড়াচ্ছে।”
ভারতের প্যারা অ্যাথলিটদের প্রশংসাও করেছেন মোদি। চলতি বছরে প্যারা এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের পদক জয় নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী। সম্প্রতি আন্তর্জাতিক মঞ্চে তিনটি প্রতিযোগিতার খেতাব ঘরে তুলেছে ভারতীয় ফুটবল দল। ট্রাই নেশন, ইন্টারকন্টিনেন্টাল কাপের পর সাফ চ্যাম্পিয়নশিপও জিতেছেন সুনীল’রা। অন্যদিকে স্বাধীনতা দিবসের কয়েকদিন আগেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সেরার সেরা হয়েছে ভারত। যার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হরমনপ্রীত সিং।