
ওঙ্কার বাংলা: ফের মৃত্যু হল তিন মাওবাদীর। মঙ্গলবার ছত্তিসগড়ে মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে তিন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বস্তার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দান্তেওয়াড়া-বিজাপুরের জঙ্গলের জেলাসীমান্ত এলাকায় মাওবাদীরা রয়েছে, গোপন সূত্রে সেই খবর পায় পুলিশ। এরপর নিরাপত্তা বাহিনীর একটি দল অভিযান শুরু করে। মোঙ্গলবার সকাল ৮টা নাগাদ মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সংঘর্ষ হয়। যার ফলে তিন জন মাওবাদীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরক ছাড়াও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তিন মাওবাদীর দেহ উদ্ধার করা হলেও তাঁদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এলাকায় আরও বাহিনী পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এই এলাকা মাওবাদীদের নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়।
পুলিশ জানিয়েছে এই অভিযানে কোনও নিরাপত্তা কর্মী জখম হয়নি। চলতি বছর ছত্তিসগড়ে বিভিন্ন সংঘর্ষে এখনও পর্যন্ত ১১৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করবেন।