
সোমনাথ মুখোপাধ্যায়ঃ দেশ জুড়ে বিজেপির ভরাডুবি। সাতটি রাজ্যের মধ্যে ১৩টি বিধানসভা আসনের মধ্যে ১০টিতে জয় ইন্ডিয়া ব্লকের।একটি আসনে জয় পেয়েছে নির্দল প্রার্থী। মাত্র দু’টি আসনে কোনওমতে জয় পেয়েছে পদ্ম শিবির। কর্যত ধরাশায়ী অবস্থা হল কেন্দ্রের শাসকদল বিজেপির।
লোকসভা নির্বাচনের পর প্রথম নির্বাচন। গত ১০ জুলাই ১৩ টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের হয়। আর প্রথম পরীক্ষাতেই ডাহা ফেল করল মোদি শাহ ব্রিগেড, এমন টাই দাবি, রাজনৈতিক বিশ্লেষক দের সিংহ ভাগের দাবি।
এক নজরে ভোটের ফলাফল
পঞ্জাব- জলন্ধর পশ্চিম আসনে জয়ী আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভাগত। ৩০ হাজারেরও বেশি ভোটে তিনি পরাজিত করেছেন বিজেপি প্রার্থীকে।
হিমাচল প্রদেশ- মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর জয়ী দেহরা আসনে।
তামিলনাড়ু- ভিকরাভান্দি আসনে জয়ী হয়েছেন ডিএমকে প্রার্থী।
উত্তরাখণ্ড- বদ্রীনাথ আসনে জয়ী কংগ্রেসের লাখপত সিং বুতোলা। মঙ্গালুরে জয়ী কংগ্রেসের কাজি মহম্মদ নিজামুদ্দিন।
মধ্য প্রদেশ- আমরওয়ারাতে জয়ী বিজেপি প্রার্থী কমলেশ শাহ।
বিহার- আট হাজার ভোটে জয়ী নির্দল প্রার্থী শংকর সিং। পরাজিত করেছেন বিজেপির জোট সঙ্গী জেডিইউ প্রার্থীকে।
পশ্চিমবঙ্গ – চার আসনেই বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। উপ নির্বাচনে খাত খুলতে পারেনি বিজেপি।