
নিজস্ব প্রতিনিধিঃ এথিক্স কমিটিতে মহুয়া মৈত্রর হাজিরা ঘিরে তুলকালাম। জিজ্ঞাসাবাদের মাঝেই বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ। তাঁর সঙ্গেই ওয়াকআউট করেন এথিক্স কমিটির বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। তাঁদের অভিযোগ, ‘মহিলা সাংসদদের অপমান হয়েছে। তাঁকে অত্যন্ত আপত্তিকর প্রশ্ন করেছেন এথিক্স কমিটির চেয়ারম্যান। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র বলেন, ‘এটা একটা এথিক্স কমিটি? এই কমিটির চেয়ারম্যানের নমুনা? জঘন্য প্রশ্ন করা হয়েছে আমাকে। আমি কোন বন্ধুর সঙ্গে রাতে কতবার কথা বলি, কী কী কথা বলি, এসব জানতে চাইছে ওরা। আমি বরদাস্ত করব না। আমি বেরিয়ে এসেছি।’ তৃণমূল সাংসদ আরও বলেন, ‘‘এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা প্রশ্ন করছেন। যদিও এথিক্স কমিটির একটি সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে মহুয়াকে দু’টি প্রশ্ন করা হয়েছে। এক, তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে সংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন কি না। দুই, বিদেশ থেকে মোট ৪৭ বার ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়েছে কি না।