
শর্মিলা শর্মা ভাণ্ডারী, গ্যংটকঃ সিকিমে তিস্তা নদীর জলস্তর ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বিপদসীমার উপরে উঠে গিয়েছে তিস্তার জলস্তর। তিস্তার জলের তোড়ে ভেসে গেছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। সিকিমের সেলফিদারা পয়েন্টের কাছে ঘটনাটি ঘটেছে। জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ায় পর্যটকদের বিকল্প নামিয়ে আনার কাজ শুরু হয়েছে।
ফের বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিবেশি বাজ্য সিকিম। ১০ নম্বর জাতীয় সড়কের একটি বড় অংশ জলের তোড়ে ধসে গিয়েছে। সিকিমগামী বিরিকদারায় সেলফি পয়েন্টে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তিস্তা নদীর জলস্তর বিপদসীমার ঊর্ধ্বে উঠে গিয়েছে। আর তার জেরেই বেহাল সিকিমগামী রাস্তা। কার্যত স্থল পথে বিচ্ছিন্ন হয়ে আছে সিকিম। সূত্রের খবর, সমস্ত গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ২৯ মাইল এবং গেইলখোলার মাঝে রাস্তার উপর বড় বড় পাথরের চাঁই পড়েছে অনবরত। ওই স্থানে সম্পূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বিকল্প পথে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আপাতত শিলিগুড়ি থেকে সিকিমগামী গাড়ি গুলিকে জলপাইগুড়ির মালবাজার হয়ে লাভা, মংগন হয়ে রংপো হয়ে গ্যাংটকে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তা পুনরুদ্ধারের নেমেছে সেনা।