
ওঙ্কার ডেস্ক: আর কয়েকদিন পর দিল্লিতে বিধানসভা ভোট। তার আগে সিএজি রিপোর্টের জেরে বিপাকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রিপোর্টে দাবি করা হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালের সরকার যে আবগারি নীতি চালু করেছিল তা রাজধানীর কোষাগারে বড় ধাক্কা দিয়েছে। এই নীতি প্রনয়ণের ফলে ২ হাজার ২৬ কোটি টাকা ক্ষতি হয়েছে দিল্লি সরকারের।
সিএজি রিপোর্টে আরও দাবি করা হয়েছে কেজরিওয়াল সরকারের জমানায় ওই আবগারি নীতিতে একাধিক ত্রুটি ছিল। শুধু তাই নয়, তা প্রকাশ্যে আসার পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি দিল্লি সরকারের তরফে। যদিও এখনও দিল্লি বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ করা হয়নি।
প্রসঙ্গত, দিল্লি সরকারের আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই মামলায় গ্রেফতার করা হয়েছিল আপ নেতা মণীশ সিসোদিয়াকেও। জামিনে দুজনেই মুক্ত। মূল মামলার অভিযুক্ত ৪০ জনের মধ্যে ৩৮ জনই জামিন পেয়ে গিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। ইতিমধ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। সেই আবহে সিএজি-এর এই রিপোর্ট বিরোধী দলগুলিকে অক্সিজেন জোগাবে।