
ওঙ্কার ডেস্কঃ
১:০৫ pm
৪০০০ ভোটে জিতলেন অতিশী মারলেনা।
১২ঃ৫০ pm
৩,১৮২ ভোটে পরাজিত কেজরিওয়াল, ৬০০ ভোটে হারলেন মনীষ সিসোদিয়া। পিছিয়ে আতিশিও।
২৭ বছর পর দেশের রাজধানীতে প্রত্যাবর্তনের পথে গেরুয়া শিবির । ১৯৯৮ সালে শেষ বার তারা দিল্লির মসনদে ছিল। শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তার পর কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করে। ২০১৩ সালে প্রথম বার ক্ষমতায় আসে আপ।
১০:০০ am
সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা। শুরুর দিকে অনেকটাই পিছিয়ে ছিল আপ, সময়ের সাথে সাথে কিছুটা সমতা ফেরালেও এখনও অনেকটাই পিছিয়ে তারা। গণনার শুরুতে অনেকটাই পিছিয়ে পড়েছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তবে ধীরে ধীরে এগোচ্ছেন তিনি।
পরপর তিনবার কেজরিওয়াল, নাকি ২৭ বছর পরে দিল্লির মসনদে ফের বিজেপি ? চূড়ান্ত জল্পনার মাঝেই দিল্লিতে চলছে ভোট গননা। আপাতত ৪৫ টি আসনে এগিয়ে বিজেপি, আপ এগিয়ে ২৪ টি আসনে। যদিও দিল্লিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী আতিশি, শনিবার সকালে তিনি বলেন ‘এটা কোনও সাধারণ ভোট নয়। এটা শুভ এবং অশুভের লড়াই। আমি নিশ্চিত, দিল্লির মানুষ শুভর সঙ্গে থাকবেন। কেজরীওয়াল চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।’’
দিল্লিতে আসন সংখ্যা ৭০। একক সংখ্যা গরিষ্ঠতা পেতে গেলে কোন দলকে পেরোতে হবে ৩৬ এর ম্যাজিক ফিগার।