
ওঙ্কার ডেক্স: ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। তারপর কেটে গেল চারদিন, তবু বিজেপির পক্ষ থেকে এখনও দিল্লির মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ করা হয়নি। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে একাধিক নাম ভাসছে রাজধানীর বাতাসে। কেউ বলছেন, বিজেপির রীতি হল জল্পনার বিপরীতে গিয়ে সিদ্ধান্ত নেওয়া। এই প্রবণতা দেখে গেছিল মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের সরকার গঠনের বেলায়।
বিজেপি সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রী বাছাই করতে ম্যারাথন বৈঠক করছে বিজেপির হাইকম্যান্ড। জানা যাচ্ছে ১৬ ফেব্রুয়ারির পর মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জে.পি. নড্ডার মধ্যে প্রায় এক ঘণ্টা দীর্ঘ বৈঠক হয়েছে। সূত্রের দাবি, বৈঠকে দিল্লির সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে ১৬ ফেব্রুয়ারির পর বিজেপির বিধায়ক দলের বৈঠক হবে এবং তারপরই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। এও খবর, অমিত শাহের সঙ্গে বৈঠকের আগে বিধায়কের সঙ্গেও বৈঠক করেছিলেন জে.পি. নড্ডা। মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে নব নির্বাচিত বিধায়কদের মতামত নেওয়া হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচনে কোন ফর্মূলা নিচ্ছে বিজেপির ?
জানা যাচ্ছে পরবেশ ভার্মা, শিখা রায় সহ একাধিক নাম উঠে আসছে।
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে জয় ছিনিয়ে এনেছেন পরবেশ ভার্মা এই তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। এছাড়া, শোনা যাচ্ছে দিল্লিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী চাইছে বিজেপি। বর্তমানে বিজেপি শাসিত কোনো রাজ্যেই মহিলা মুখ্যমন্ত্রী নেই। এই প্রেক্ষাপটে, গ্রেটার কৈলাস আসন থেকে সৌরভ ভারদ্বাজকে হারানো বিজেপি বিধায়ক শিখা রায়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ওয়াজিরপুরের বিধায়ক পুনম শর্মা এবং নজফগড়ের বিধায়ক নীলম পেহলওয়ানের নামও আলোচনায় রয়েছে।