
ওঙ্কার ডেস্ক: দিল্লিতে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি রাজধানীর ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের ফল প্রকাশ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নির্ঘন্টের কথা জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
দিল্লিতে নির্বাচনের দিনক্ষোন ঘোষণার সঙ্গে সঙ্গে চালু হয়ে আদর্শ আচরণবিধি। ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও সরকারি প্রকল্পের ঘোষণা করা যাবে না। দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার মঙ্গলবার জানান, আগামী ১০ জানুয়ারি দিল্লি বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সমস্ত দলের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা ২০ জানুয়ারি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দিল্লিতে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮ জন। গোটা রাজধানীতে ভোট দেওয়ার জন্য মোট ১৩ হাজার ৩৩টি বুথ থাকবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।