
ওয়েব ডেস্ক: ভারতের আবহাওয়া দফতরের ১৫০তম বর্ষপূর্তিতে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক অনুষ্ঠানে ভারত ফের এক হতে পারে। অবাক করার মতো এই ঘটনার সাক্ষী থাকতে পারে ২০২৫ সাল। আবহাওয়া দফতরের ‘অবিভক্ত ভারত’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারত সরকার পাকিস্তান এবং বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। এদিকে রাজনৈতিক পালাবদলের জেরে সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। তবে ২০১৪ সালে কেন্দ্রে এনডিএ ক্ষমতাসীন হওয়ার পর মোদী জমানায় পাকিস্তান ও ভারতের সম্পর্ক খারাপ হতে শুরু করেছে।
সূত্রের খবর, ‘অবিভক্ত ভারত’ শীর্ষক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে যে দেশগুলোকে সেই তালিকার অন্তর্গত অন্যান্য দেশ ভুটান, আফগানিস্তান, মায়ানমার, মলদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপাল। এছাড়া মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তান ‘অবিভক্ত ভারত’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। বাংলাদেশ এখনও কোনও জবাব দেয়নি। ভারতের আশা, এক্ষেত্রে বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে। প্রসঙ্গত, ১৮৮৫ সালের ১৫ জানুয়ারি ভারতীয় আবহাওয়া দফতর প্রতিষ্ঠা হয়। সৌজন্যে ব্রিটিশ শাসকরা। এরপর ১৮৬৪ সালে কলকাতা ভয়াবহ একটি সাইক্লোনে বিধ্বস্ত হয়ে যাওয়ার পরে ১৮৭৫ সালে ভারতীয় আবহাওয়া দফতর গঠন করা হয়।
১৯৪৭ সালে দেশভাগের মধ্যে দিয়ে ভারত স্বাধীন হওয়ার পর এদেশের আবহাওয়া দফতর ধাপে ধাপে অত্যাধুনিক হয়েছে। সূত্রের খবর, ভারতীয় আবহাওয়া দফতরের হাতে এসেছে জিওস্টেশনারি স্যাটেলাইট, ইনস্যাট, সাইক্লোন এবং আবহাওয়া নজরদারিতে হাতে আছে সতর্কতামূলক ব্যবস্থা সংক্রান্ত প্রযুক্তি। ১৮৭৫ সালে ভারতীয় আবহাওয়া দফতরে প্রতিষ্ঠা হয় রাজধানী কলকাতাতে। ১৯০৫ সালে সিমলা থেকে ১৯২৮ সালে পুণেতে স্থানান্তরিত হয় অবিভক্ত ভারতের আবহাওয়া দফতর । ১৯৪৪ সাল থেকে ভারতীয় আবহাওয়া দফতরের সদর কার্যালয় দিল্লিতে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০তম বর্ষপূর্তিতে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ যদি উপস্থিত থাকে, তাহলে তা হবে ঐতিহাসিক ঘটনা। ভারতীয় আবহাওয়া দফতর সূত্রের খবর, ভারতীয় আবহাওয়া দফতরের ১৫০তম বছর উপলক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রক বাজারে আনতে চলেছে ১৫০ টাকার মুদ্রা।