
ওঙ্কার ডেস্ক: আর পাঁচটা দিনের মতো ভিক্ষা করতে বেরিয়েছিলেন যুবক। কিন্তু সেই কাজ করতে গিয়ে গ্রেফতার হতে হবে এমনটা কল্পনা করেননি তিনি। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত এই প্রথম ভিক্ষা প্রতিরোধী আইনে মধ্যপ্রদেশে কাউকে গ্রেফতার করা হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশে ১৯৭৩ সাল থেকে ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইন চালু রয়েছে। সম্প্রতি ওই যুবক রাস্তায় দাঁড়িয়ে গাড়িতে ভিক্ষা চাইছিলেন। আর তার পর ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে ভিক্ষুক যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগকারীর দাবি, ওই যুবককে ভিক্ষা করার কারণ জানতে চান তিনি। তাঁকে অন্য কাজ করার পরামর্শ দেন তিনি। জবাবে যুবক জানান, তিনি অন্য কাজ পারেন না। ভিক্ষা করেই তাঁর দিন চলে।
বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশ পুলিশের ডেপুটি কমিশনার সঞ্জয় আগরওয়াল (জোন ২) জানান, ভোপালের বোর্ড অফিস সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভিক্ষা চাইছিলেন এক যুবক। এমপি নগর থানা এলাকায় ওই ভিক্ষুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তিনি আরও জানান, মধ্যপ্রদেশে এই প্রথম ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইনের প্রয়োগ করা হল।