
ওঙ্কার ডেস্ক: সংসদে শুক্রবার থেকে শুরু হল বাজেট অধিবেশন। তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। এদিন লোকসভায় যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নিজের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সঙ্গে মোদী সরকারের আয়ুষ্মান ভারত, আবাস যোজনার প্রকল্পের কথাও উঠে আসে তাঁর ভাষণে। এক দেশ এক নির্বাচন এবং ওয়াকফ সংশধোনী বিলের ক্ষেত্রে সরকার এগিয়ে চলেছে বলে মন্তব্য করেন দেশের সাংবিধানিক প্রধান।
প্রসঙ্গত এবারের বাজেট অধিবেশন বিরোধী বৈঠক ছাড়া শুরু হয়েছে। আগামিকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাষ্ট্রপতির ভাষণের ৩০ মিনিট পরে লোকসভায় ইকোনমিক সার্ভে রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিনই দুপুর দেড়টা নাগাদ এনডিএ সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বাজেট অধিবেশনের ফ্লোর কো-অর্ডিনেশনের রূপরেখা বেঁধে দেবেন। শুক্রবার দুপুর ৩টে নাগাদ এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক রয়েছে।