
ওঙ্কার ডেস্ক: সকাল ১১টা পর্যন্ত রাজধানী দিল্লির ৭০ বিধানসভা আসনে মোট ভোট পড়ল ১৯.৯৫ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে উত্তরপূর্ব দিল্লিতে। ২৪.৮৭ শতাংশ ভোট পড়েছে সেখানে। সবচেয়ে কম ভোট পড়েছে মধ্য দিল্লিতে, সেখানে ভোট পড়েছে ১৪.৪৬ শতাংশ।
একনজরে দিল্লির বিভিন্ন জায়গায় প্রাপ্ত ভোটের শতাংশ—
মধ্য দিল্লি- ১৬.৪৬%
পূর্ব দিল্লি-২০.০৩%
নয়াদিল্লি ১৬.৮০%
উত্তর দিল্লি-১৮.৬৩%
উত্তর পূর্ব দিল্লি- ২৪.৮৭%
উত্তর-পশ্চিম দিল্লি – ১৯.৭৫%
শাহদারা -২৩.৩০%
দক্ষিণ দিল্লি -১৯.৭৫%
দক্ষিণ পূর্ব দিল্লি – ১৯.৬৬%
দক্ষিণ পশ্চিম দিল্লি – ২১.৯০%
পশ্চিম দিল্লি-১৭.৬৭%
উল্লেখ্য সকাল ৯টা পর্যন্ত দিল্লিতে ভোট পড়েছিল ৮.১ শতাংশ।
অন্যদিকে এদিন দিল্লিতে ভোট দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভোট দিয়েছেন আপ নেতা মণীশ সিসোদিয়াও। বুধবার আরউইন সিনিয়র সেকেন্ডারি স্কুলের একটি
বুথে সপ্রিবারে ভোট দেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল, বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল এবং মা গীতা দেবীকে সঙ্গে নিয়ে ভোটদান করেন আপ প্রধান।